ফাঁস হল অভিনেত্রী ঐন্দ্রিলা ওরফে “মিঠাই” এর নিপার গো-পন কথা! মুহূর্তে ভাইরাল ভিডিও









নিজস্ব প্রতিবেদন:- জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের দৌলতে যেমন মুখ্য চরিত্রে অভিনয় করার সময় সৌম্যতৃষা কুন্ডু জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি নিপা চরিত্রে অভিনয় করা ঐন্দ্রিলা সহ কিন্তু জনপ্রিয়তা পেয়েছে সমান পরিমাণে । ঐন্দ্রিলা এই মুহূর্তে কলকাতার আশুতোষ কলেজের প্রথম বর্ষের ছাত্রী ।




কিন্তু বাড়িতে কেমন তিনি সেটা কি আপনি জানেন,? জানা গেল দিদি নাম্বার ওয়ান এর রিয়েলিটি শো এর মঞ্চে । একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরব আমরা আজকের এই প্রতিবেদনে ।তার পাশাপাশি আপনি জানতে পারবেন আপনার প্রিয় অভিনেত্রী কেমন স্বভাবের ।




আমরা জানি যে গত ১০ বছর ধরে দিদি নাম্বার ওয়ান এর সক্রিয়ভাবে সঞ্চালিকা কাজ করে চলেছেন রচনা ব্যানার্জি । এবং মানুষ রচনা ব্যানার্জি কে সেই জায়গায় মেনে নিয়েছেন যার ফলে অন্য কোন সঞ্চালিকা এলে তাকে তেমন ভাবে পছন্দ করছেনা মানুষজন । তাই বাধ্য হয়ে একপ্রকার রচনা ব্যানার্জি কে চালিয়ে যেতে হচ্ছে রিয়েলিটি শোয়ের সঞ্চালনার কাজ ।




এইবার সেই রিয়েলিটি শোতে উপস্থিত ছিলেন মিঠাই ধারাবাহিকের নিপা এর চরিত্রে অভিনয় করা ঐন্দ্রিলা সাহা ।। সাথে উপস্থিত ছিলেন তার মা ।এরপর কিছু প্রশ্ন তিনি ঐন্দ্রিলা সাহার মাকে করেন রচনা ব্যানার্জি ।কিন্তু সেই সমস্ত উত্তরগুলো দিতে বারুন করছিল তার কারণ আপনারা নিজেরাই দেখুন ।




রচনা ব্যানার্জি ঐন্দ্রিলার মাকে জিজ্ঞেস করে যে বাড়িতে এসে কেমন তার উত্তরে তার মা জানান যে তিনি অত্যন্ত পরিবারকে খুব ভালোবাসেন ।এবং পরিবারের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেন । তার কোনো বন্ধু বান্ধবী ছিলোনা । কিন্তু কলেজে ওঠার পর তার প্রচুর বন্ধু বান্ধবী হয়েছে ।এখন সে রক এ বসে আড্ডা মারে চা খায় সবকিছুই করে ।




এরপর রচনা ব্যানার্জি তার মাকে জিজ্ঞেস করেন যে সেখানে কি কোন বিশেষ বন্ধু থাকে । তার উত্তরে ঐন্দ্রিলা জানেন না তার বিশেষ কোন বন্ধু থাকে না। তবে এই প্রসঙ্গে তার মা অর্থাৎ ঐন্দ্রিলার মা জানান যে কোনো কারণে বাইরে কোন দু-ষ্টুমি করলে তার বিশেষ বন্ধু তার মাকে ফোন করে তার সম্পর্কে নালিশ জানায় । এত বন্ধু থাকা দরকার নেই ।এর পাশাপাশি রচনা জিজ্ঞাসা করেন, ঐন্দ্রিলা কেন এত ঝ-গড়ুটে! তখন ঐন্দ্রিলার মা বলেন, মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, যাঁর সাথেই ঐন্দ্রিলার ঝ-গড়া হয়, তাঁকেই ব্লক করে দেন ঐন্দ্রিলা।




এরপর রচনা ব্যানার্জীর জিজ্ঞেস করেন যে বর্ষা কেমন লাগে । তার উত্তর এ ঐন্দ্রিলা বলেন তার যখনই কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ থাকে তখনই বৃষ্টি হয় ।ঠিক এরকম ভাবে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জানা গিয়েছিল ঐন্দ্রিলা আসলে কেমন স্বভাবের।















