কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে জলের দামে পান জমি! না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: ভালো একটি লোকেশনে জমি ছাড়া কিন্তু কখনোই নিজেদের স্বপ্নের কোনো প্রজেক্ট বা বসতবাটি তৈরি করা সম্ভব নয়। মূল্যবৃদ্ধির বাজারে প্রত্যেক মানুষের মনের মধ্যেই কিন্তু তাই একটা প্রশ্ন আসে যে ভালো লোকেশনে জমি কোথায় পাওয়া যাবে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো জায়গা পেলেও বাজেট সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায়;

অথবা আশেপাশের পরিবেশের সঙ্গে আমাদের আপোষ করতে হয়। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি ফলো করলে আপনাকে কিন্তু কোন কিছুই করতে হবে না। আজ আমরা আপনাদের একটি দুর্দান্ত লোকেশন এ জমির খোঁজ দিতে চলেছি। চলুন আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক ।

আজ পাঠক বন্ধুদের নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনার গৌড়দহ এলাকায়। এটি ক্যানিং থানার অন্তর্গত একটি অঞ্চল। সোনারপুর জংশন থেকে মাত্র চারটি স্টেশন পরেই এটি অবস্থিত। এখানে একটি ২ কাঠা ৪ ছটাক জমি রয়েছে বিক্রির জন্য। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে জমিটি অবস্থিত। যারা নিজেদের বাগান বাড়ি করতে চান অথবা ফুল বা ফলের বাগান শুরু করতে চান নিশ্চিন্তেই জমিটি কিনে কাজ শুরু করতে পারেন। অনেকেই ইনভেস্টমেন্ট এর জন্য জমি কিনতে পছন্দ করে থাকেন। সে ক্ষেত্রেও কিন্তু এই জমিটি একেবারেই আদর্শ হতে চলেছে আপনাদের জন্য।

জমিটির সমস্ত কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস আপ টু ডেট অবস্থায় রয়েছে, তাই ভবিষ্যতে লোন নিতে বা অন্য কাউকে বিক্রি করতে গেলেও কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে না। ৬ লক্ষ টাকা এই টোটাল জমিটির দাম নির্ধারণ করা হয়েছে যা মোটামুটি দেখতে গেলে সাধারণ মানুষের বাজেটের মধ্যেই রয়েছে।যদি আপনারা এই জমিটি কিনতে চান সেক্ষেত্রে একেবারেই সময় নষ্ট করবেন না। দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত কথা বলে ফেলুন।
For buy contact: 9775161614.

Back to top button