কোনরকম ঝামেলা ছাড়াই PAYTM COMPANY -তে পেয়ে যান কাজের সুযোগ, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: পাঠক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি একটি ভালো কাজের খোঁজে রয়েছেন! তাদের জন্যই রইল আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন যেখানে paytm কোম্পানিতে জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

Paytm job recruitment 2023:

কাজের ভূমিকা:

এখানে আপনাকে বিভিন্ন শপে ভিজিট করে পেটিএম কোড সাউন্ড বক্স এবং মেশিন বিক্রি করতে হবে।

শর্ত :

শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবেন এবং বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বাইক এবং স্মার্ট ফোন থাকাটা বাধ্যতামূলক।

বেতনের পরিমাণ:

বেতন থাকবে 12 হাজার থেকে 18 হাজার টাকার মধ্যে। সঙ্গে আপনারা পিএফ, ই এস আই এর সুবিধা পেয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাকে।।

কাজের লোকেশন:

কাজের লোকেশান হিসেবে এখানে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা, সম্পূর্ণ কলকাতা এবং হাওড়া।

আবেদন পদ্ধতি:

এই কাজের জন্য আবেদন করতে হলে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।

Back to top button