কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে জলের দামে পান ফ্ল্যাট! না দেখলে মিস করবেন সুযোগ

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ ছোট ফ্যামিলির মানুষেরা চেষ্টা করেন রেডিমেড ফ্ল্যাট অথবা বাড়ি কিনে নেওয়ার। যেহেতু বাড়ি মেনটেনেন্স করতে গেলে প্রচুর পরিমাণে বেশি খরচ হয় তাই মানুষ ঝুকে পড়েছেন ফ্ল্যাটের দিকে। আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত লোকেশনে 1BHK ফ্ল্যাটের খোঁজ আপনাদের দিতে চলেছি। এই ফ্ল্যাটটি কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে। সবথেকে বড় ব্যাপার কলকাতার কাছেই একটা দুর্দান্ত লোকেশনে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

আমাদের আজকের লোকেশন হলো চন্দননগর। চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে একেবারে হাটা দূরত্বে এই ফ্ল্যাটটি অবস্থিত। তিন তলা বিল্ডিং এর তিনতলাতেই রয়েছে এই ফ্ল্যাটটি। ফ্ল্যাটের শুরুতেই একটা ছোট্ট স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা। তারপর একটা বিশালাকৃতির বেডরুম এবং সেখান থেকে একটা আর্চিং এর মতন অংশ করে ওপেন কিচেন তৈরি করা হয়েছে। এর ঠিক লাগোয়া রয়েছে একটি দুর্দান্ত বাথরুম। বাথরুমে ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি খুব সুন্দরভাবে ওয়াল টাইলস আর ফ্লোর টাইলস বসানো রয়েছে।কলের সমস্ত ফিটিংস আপনারা এখানে পেয়ে যাবেন।

ফ্ল্যাটটির টোটাল এরিয়া হচ্ছে ৫৭৫ স্কয়ার ফিট এবং কার্পেট এরিয়া হচ্ছে ৫০০ স্কয়ার ফিট। এখানে কিন্তু আপনারা লিফটের ফেসিলিটি পাবেন না। বাইক পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। এটি মাত্র বারো বছরের পুরনো সম্পত্তি যার সমস্ত কাগজপত্র আপটুডেট অবস্থায় রয়েছে সুতরাং লোন পেতে কোন সমস্যা হবে না। ফ্ল্যাটটি কিনলে আপনাদের কিন্তু মান্থলি মেইনটেনেন্স চার্জ হিসেবে ৩০০ টাকা করে প্রদান করতে হবে।

এখান থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যেই পেয়ে যাবেন চন্দননগর স্টেশন। ৭০০ মিটারের মধ্যেই পেয়ে যাবেন ব্যাংক এবং হসপিটাল। মাত্র ৩৩ কিলোমিটার এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশন এবং ৭৮ কিলোমিটারের মধ্যে রয়েছে কলকাতা এয়ারপোর্ট। ছোট ফ্যামিলির মানুষেরা নিশ্চিন্তে এই ফ্ল্যাটটি কেনার জন্য এগিয়ে আসতে পারেন। ফ্ল্যাট টির দাম রাখা হয়েছে ১১.৫ লক্ষ্য টাকা।
Contact : 8240174758/8910254563

Back to top button