পোস্ট অফিসে দারুণ স্কিম- এককালীন ২৫ হাজার টাকা বিনিয়োগে ২১ লাখ টাকা আয়! জানুন কীভাবে!









নিজস্ব প্রতিবেদন :- একে তো দেশের বেকার এর সংখ্যা বেড়েই চলেছে তারপর আবার আমাদের দেশে মানুষজনের উপার্জন খুব স্বল্প পরিমাণ । কিন্তু সেই উপার্জন থেকে কেউ মানুষ অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখে ভবিষ্যতের জন্য । কেউ কেউ আবার রাখে স্বপ্নপূরণের তাগিদে। লকডাউন এ রীতিমতো কর্মহীন প্রায় অনেকে । এই সময় সম্বল বলতে জমানো টাকা । কিন্তু যদি আপনার টাকায় না সঞ্চয় থাকে তাহলে?




কাজেই আজ থেকে সঞ্চয় করা শুরু করে দিন । সাথে আছে আপনার পোস্ট অফিসের নতুন প্রকল্প । আপনি আপনার রোজ খরচ থেকে ১০০ থেকে ২০০ টাকা বাঁচিয়ে রাখতে পারেন তাহলে পরবর্তী পাঁচ বছরে হতে পারেন একটা মোটা অংকের টাকার মালিক । কিভাবে সম্ভব ?বলব আপনাদের । পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগ এনেছে এক নতুন প্রকল্প যার নাম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট । এই প্রকল্পটি পাঁচ বছরের ।




পোস্ট অফিস সূত্রে খবর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সময়সীমা পাঁচ বছরের জন্য নির্ধারিত। তবে প্রয়োজন পড়লে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আপনি এক বছর পর সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে যে সময় ওই টাকাটি তোলা হবে সেটি ত্রৈমাসিকে সরকারের ঠিক করার সুদের হারের ভিত্তিতে দেওয়া হবে।




এর পাশাপাশি পোস্ট অফিস জানিয়েছে যে যদি কোন ব্যক্তি পাঁচ বছরের মধ্যে ২০ লাখ ৮৫ হাজার টাকার মালিক হতে চান তাহলে আপনাকে পাঁচ বছরে মোট ১৫ লাখ টাকা জমা দিতে হবে এবং পাঁচ বছর পরে পোস্ট অফিস ৬.৭ % সুদের হার আপনাকে কুড়ি লাখ টাকা ফেরত দেবে। পোস্ট অফিস আপনাকে অতিরিক্ত ছয় লাখ টাকা দেবে যা পাঁচ বছর পর গিয়ে দাঁড়াবে ২০ লক্ষ ৮৫ হাজার টাকায় । এরই পাশাপাশি এই স্কিমের অধীনে টাকা রাখলে আয়কর ৮০ সি ধারা অনুযায়ী ছাড় পাওয়া যাবে । তাহলে আর অপেক্ষা কিসের? আজই আবেদন করুন এই স্কিনের জন্য ।











