ভুলেও তুলসী গাছে জল দেবেন না এই দু দিন,জীবনে নেমে আসবে ঘোর বিপদ

নিজস্ব প্রতিবেদন: প্রায় প্রত্যেক গৃহস্ত বাড়িতেই কিন্তু তুলসী গাছের অধিষ্ঠান রয়েছে। তুলসী গাছে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অধিষ্ঠান করায় এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় । ঠাকুর রূপে এই গাছকে তাই নিয়মিত জল প্রদান করে পুজো করা হয় প্রত্যেক বাড়িতে। তবে এমন কিছু বিশেষ দিন রয়েছে যেদিন ভুল করেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই বিষয়টাই আপনাদের জানাতে চলেছি। কারণ দুটি বিশেষ দিনে যদি আপনি তুলসী গাছে জল প্রয়োগ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অর্থনৈতিক সংকট। কোনরকম ভাবেই কিন্তু আপনি আর্থিক বাধা-বিপত্তির হাত থেকে রেহাই পাবেন না।

১) হিন্দু শাস্ত্র অনুযায়ী রবিবার দিন কখনোই তুলসী গাছে জল প্রয়োগ করা উচিত নয়। এই দিন দেবী তুলসীর উপবাস থাকে তাই জল প্রয়োগ করলে কিন্তু সেই উপোস ভেঙে যায় এবং তিনি রুষ্ট হন।। ফলস্বরূপ সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল।

২) কখনোই একাদশীর দিন তুলসী গাছে জল প্রয়োগ করবেন না। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবারের মতন এই দিনও কিন্তু দেবী তুলসীর উপবাস থাকে তাই জল প্রয়োগ করা ভুল করে উচিত নয়।।এমনকি এইদিন তুলসীর পাতা ছেঁড়াও উচিত নয়। অবশ্যই এবার থেকে তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা।

Back to top button