হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ১০ টি ব্রাইডাল নেকলেসের কালেকশন দেখে নিন।









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই কিন্তু মহিলাদের এক প্রকার আবেগ জড়িয়ে রয়েছে। প্রাচীনকালে উপহার হিসেবে সবথেকে বেশি প্রচলন ছিল সোনার। যদিও যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষের এই হলুদ ধাতুর উপর থেকে ভালোবাসা কিছুটা কমেছে।
আর কমবে নাইবা কেন? যেভাবে দিন প্রতিদিন সোনার দাম বেড়ে চলেছে তাতে এই ধাতুর মূল্য কিন্তু সাধারণ মানুষের হাতের মুঠোর বাইরে চলে গেছে। তবে বিয়ে থেকে শুরু করে অন্যান্য বিশেষ অনুষ্ঠানগুলোতে আবার সোনা না হলে একেবারেই চলবে না। তাই নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে হলেও মানুষ এই গহনা তৈরি করার চেষ্টা করে থাকেন।




১) আজকের এই বিশেষ প্রতিবেদনের শুরুতে আমরা ফ্লাওয়ার মোটিভের সাথে লিফের ডিজাইন করা একটা নেকলেস আপনাদের দেখাবো। খুব সুন্দর ভাবে এটাতে হাই পলিশের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। ৭৬,২০০ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।
২) এবার একটা গলা ভরা চোকার নেকলেসের ডিজাইন আপনাদের দেখাবো যেটাতে অনেকটা তারের মতন কাজের সাথে ফ্লাওয়ার এর কম্বিনেশন তৈরি করা হয়েছে। ৮০,৬০০ টাকা এই ডিজাইন টার দাম পড়বে।




৩) একটু চওড়া ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভ এর সাথে ড্রপের কাজ করা নেকলেসের কালেকশন দেখে নিন। বিয়ের দিন সহজেই পরিধান করতে পারবেন যার দাম পড়বে ৫০,২০০ টাকা।
৪) এবার যে ডিজাইনটা আপনাদের দেখাতে চলেছি সেটা দুটো লেয়ারে খুব সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে। অনেকটা বিস্কুটের ডিজাইন এর প্রথম ধাপ তৈরি হয়েছে যার উপর রয়েছে নিখুঁত ঝিলেখাটা কাজ। ১,০৯,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




৫) এবার যে নেকলেসটি আপনারা দেখতে চলেছেন তার দুই দিকে রয়েছে দুই রকমের ডিজাইন। একদিকে ফ্লাওয়ার এর কাজ আর অন্যদিকে একটা লাইনিং ধরে বিস্কুটের মতন ডিজাইন করা হয়েছে। ৫১,৪০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
৬) অনেকেই আছেন যারা খুব গলা-ভরা চোকার বা নেকলেস করতে পছন্দ করে থাকেন তারা অবশ্যই এই কালেকশনটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেকটা ময়ূরের পেখমের মতন ডিজাইনে এই নেকলেসের কাজ করা হয়েছে এবং বাদবাকি অংশে রয়েছে বেশ চওড়া চেনের কাজ।।১,১৪,৬০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
৭) flower মোটিভের সাথে কলকার ডিজাইন এ একটা নেকলেস আপনাদের দেখাবো যেটার উপরেও খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে। সম্পূর্ণ হলমার্ক করা এই নেকলেসটির দাম পড়বে ৮৪৫০০ টাকা।




৮) ময়ূরের পেখমের মতন কাজ করা আরো একটা কালেকশন আপনারা দেখে নিতে পারেন। এটাও কিন্তু একটা গলা ভরা ডিজাইন যার একদিকে ফ্লাওয়ার এর কাজের পাশাপাশি রয়েছে খুব সুন্দর করে ড্রপের কাজ।। ১,০৪,৫০০ টাকা এটার আনুমানিক মূল্য।
৯) সিঙ্গেল ফ্লাওয়ার এর সাথে চেনের কাজ করা একটা চোকার এবার আপনাদের দেখাবো। নিখুঁতভাবে এটার উপরে ও ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে।৪৪,৩০০ টাকার মধ্যে এই ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন।
১০) প্রতিবেদনের সবশেষে একটা উল্টানো ঘটের মতন ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। যেটার সম্পূর্ণ গায়ে নিখুত ঝিলে কাটা কাজের পাশাপাশি নিচের অংশে রয়েছে ড্রপের কাজ। ৩১,১০০ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।











