একেবারে লেটেস্ট ডিজাইনের মধ্যে দারুন কারুকার্য করা ৫ টি ড্রেসিং টেবিলের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে বেশিরভাগ বাড়ি অথবা ফ্ল্যাটে ওয়াল সেটিং ফার্নিচারের বন্দোবস্ত হয়ে গেলেও অনেকেই কিন্তু আগেকার মতোই বিভিন্ন ধরনের ফার্নিচার ব্যবহার করতেই বেশি ভালোবাসেন। যার মধ্যে অন্যতম হলো ড্রেসিং টেবিল। কাঠের কারুকার্য করা বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল কিন্তু আজও বাড়িতে একটা রাজকীয় ছোঁয়া এনে দেয়। আপনিও যদি সম্প্রতি এরকম একটা কাঠের পলিশিংসহ ড্রেসিং টেবিল তৈরি করার কথা ভাবছেন আমাদের আজকের এই প্রতিবেদনটা ভুল করেও মিস করবেন না। কারণ আমরা কিছু দারুন ডিজাইন‌ আজ শেয়ার করতে চলেছি।

ড্রেসিং টেবিল হচ্ছে এমন একটি জিনিস যা মহিলাদের দৈনন্দিন ব্যবহারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সাজগোজ থেকে শুরু করে প্রায় অনেক কাজ এই ড্রেসিং টেবিলের সাহায্যেই করে থাকেন মহিলারা। আজকাল নানান ধরনের ডিজাইনের ড্রেসিং টেবিল বাজারে আমরা দেখতে পাই।

অনেক ক্ষেত্রে এগুলির রেডিমেড তৈরি করে বিক্রি করা হয় আবার অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলি অর্ডার নিয়ে বানানো হয়।। সম্প্রতিগত কয়েক বছর ধরে বাজারে কিন্তু নানান ধরনের কাঠের ড্রেসিং টেবিলের চাহিদা দেখা গিয়েছে। এই ড্রেসিং টেবিল গুলির মধ্যে কোনটার আয়নাতে ভালো ডিজাইন আবার কোনটার ওয়ারড্রোবে রয়েছে ভালো ডিজাইন। চলুন দেখে নেওয়া যাক বিশেষ কয়েকটি ডিজাইন।

১) প্রথম এই ড্রেসিং টেবিলের যে ডিজাইনটির কথা আমরা আলোচনা করতে চলেছি তাতে ড্রেসিং টেবিলটির মাঝ বরাবর একটি গোল করে আয়না বসানো। নিচের দিকে খুব সুন্দর করে দুটি ড্রয়ার এবং একটি বড় ওয়ারড্রোবের মতন জায়গা রয়েছে।

২) দ্বিতীয়ত যে আমরা ড্রেসিং টেবিলের ডিজাইনটির কথা বলব সেটিকে অনেকটা আলমারির সাথে তুলনা করা যায়। কারণ ড্রেসিং টেবিলটির দুই সাইডে অনেকটা আলমারির মতন করে তাক তৈরি করা হয়েছে এবং নিচের অংশে রয়েছে ড্রয়ার।

৩) এই ড্রেসিং টেবিলটি অনেকটা আলনার মতন ডিজাইনে তৈরি করা হয়েছে যেখানে দু দিকে রয়েছে আয়না এবং মাঝ বরাবর রয়েছে চারটি বড় বড় ড্রয়ার। পুরনো আমলের বাড়িগুলোতে যদি আপনারা ফার্নিচার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই ধরনের ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারেন।

৪) ৪ নম্বরে আমরা যে ড্রেসিং টেবিলটির কথা আলোচনা করব সেটি কিন্তু খুব সাধারণভাবে তৈরি করা। ড্রেসিং টেবিলটি তে একটি লম্বা আয়না এবং নিচের দিকে বেশ কয়েকটি ড্রয়ার রয়েছে।

৫) এছাড়াও আপনারা কিন্তু খুব সুন্দর সোকেসের ডিজাইনে ড্রেসিং টেবিল পেয়ে যাবেন। এতে আপনারা এক সাইডে টিভি বা মিউজিক সিস্টেম রাখার জন্য ব্যবহার করতে পারবেন।

Back to top button