একেবারে হালকা ওজনের মধ্যে ১২ টি ব্রাইডাল সোনার নেকলেসের কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই মানুষের এক প্রকার আত্মিক যোগাযোগ রয়েছে।তাই বিয়ে থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানেই কিন্তু মহিলারা সোনার গয়না পরতে বেশি পছন্দ করে থাকেন। তবে যেভাবে দিন প্রতিদিন সোনার গহনার দাম বেড়ে চলেছে তাতে হয়তো সাধারণ মানুষের পক্ষে আর আগের মতন সোনা কেনাটা সহজলভ্য অবস্থায় নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাও সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে আমরা বিয়ের সিজন স্পেশাল কিছু লেটেস্ট ডিজাইনের নেকলেসের কালেকশন শেয়ার করে নেব।
১) প্রতিবেদনের শুরুতেই ফ্লাওয়ার মোটিভের সাথে পাতা আর চেনের কাজ করা একটা দুর্দান্ত গলা-ভরা নেকলেস আপনাদের সাথে শেয়ার করে নেব। বিয়েতে যদি আপনারা এই গয়নাটা পড়ে নেন তাহলে আর অন্য কিছু পরিধান করার দরকার হবে না।৫৮,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




২) এবার একটা ইউনিক ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যেটার কন্ঠনালী বরাবর সিঙ্গেল ফ্লাওয়ার এর কাজ করা হয়েছে। এটাও কিন্তু বিয়ের দিনের জন্য একটা খুব সুন্দর ডিজাইন যেখানে ম্যাট ফিনিশিং থেকে শুরু করে সলিড পলিশ সহ আরো বিভিন্ন কাজ করা হয়েছে। ৭৩,৫০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
৩) একটু হালকা ডিজাইনের মধ্যে একটা কালেকশন আপনাদের দেখাবো। কলকার নকশার পাশাপাশি এটাতে খুব সুন্দর ভাবে ড্রপের কাজ করা হয়েছে। ২২,৯০০ টাকা এটার আনুমানিক মূল্য।




৪) যারা আরো হালকা ওজনের মধ্যে নেকলেস নিতে চান এই ধরনের একটা কালেকশন ট্রাই করে দেখতে পারেন। ম্যাট আর ঝিলের কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে।১৯,২০০ এই কালেকশন টার আনুমানিক মূল্য।
৫) বরফি কাটিং এর মধ্যে এবার একটা নেকলেসের কালেকশন আপনাদের দেখাবো। এটার উপরেও খুব সুন্দর করে ঝিলেখাটা কাজ তৈরি করা হয়েছে। ১৯,২০০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন।
৬) এবার একটা উল্টানো ত্রিভুজের মতন ডিজাইনের চারপাশে খাজ কাটা কারুকার্য করা নেকলেস আপনাদের দেখাতে চলেছি। এটাও কিন্তু একটা লেটেস্ট ডিজাইন যেটা পেয়ে যাবেন ১৯৫০০ টাকার মধ্যে।




৭) একটু চওড়া ডিজাইনের মধ্যে হালকা নেকলেস নিতে চাইলে আপনারা এই ধরনের একটা ফ্লাওয়ার মোটিভ এর কাজ ট্রাই করে দেখতে পারেন। ১১,৮০০ টাকা এই ডিজাইনটার আনুমানিক দাম।
৮) ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে একটু চওড়া কাজ করা একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। ১৩২০০ টাকার মধ্যেই কালেকশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।




৯) ফ্লাওয়ার মোটিভের মধ্যে কলকা আর ড্রপের কম্বিনেশনে এই দুর্দান্ত নেকলেস টা তৈরি করা হয়েছে। এটাও কিন্তু বিয়ের দিন অথবা অকেশন পারপাসে আপনারা পরিধান করতে পারেন। ১১,৬০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
১০) এবার একটা সিঙ্গেল ফ্লাওয়ার এর ডিজাইন এর মধ্যে ড্রপের কাজ করা গলা ভরা নেকলেস আপনাদের দেখাবো যেটা সকলেরই পছন্দ হবে। একটু রাজকীয় কালেকশন নিতে চাইলে আপনারা সহজেই এটা ট্রাই করে দেখতে পারেন। ৬৪,০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




১১) ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে ড্রপের কাজ করা একটা গলাভরা কালেকশন আবারও আপনাদের দেখাবো। এটার উপরেও কিন্তু খুব সুন্দর ভরাট কাজ করা হয়েছে। ৫৩,০০০ টাকার মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন।
১২) প্রতিবেদনের সবশেষে একটা ময়ূর ডিজাইনের কালেকশন আপনাদের দেখাতে চলেছি যেটার উপরে খুব সুন্দর ভাবে ঝিলে কাটা নকশা তৈরি করা হয়েছে। ব্রাইডাল কালেকশন হিসেবে এটাও একটা দুর্দান্ত কাজ যার দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা।











