মাত্র ১ গ্রাম থেকে শুরু রেগুলার ইউজের ১২ টি সোনার শাখা বাধানোর কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গহনার সাথে বরাবর থেকেই মানুষের এক প্রকার আবেগের সম্পর্ক রয়েছে। মূল্যবৃদ্ধির বাজারেও কিন্তু এই আবেগ কোনভাবে শেষ হয়ে যায়নি। হয়তো এখন আর মানুষ আগের মতন সোনার গহনা কিনতে পারেন না। সোনার দামের উত্থানের কারণে অনেকটাই বিকল্প ধাতুর উপর মানুষকে নির্ভরশীল হতে হয়েছে। তবে গহনার প্রতি ভালোবাসা একই রকম রয়ে গিয়েছে।
বিয়ের সিজন হোক বা বিশেষ কোন দিন সবেতেই কিন্তু সবার প্রথমে চাহিদা থাকে সোনার। বিবাহিত মহিলারা আবার আজকাল শাখা অথবা পলার উপরেও কিন্তু সোনা বাঁধিয়ে পড়তে খুব পছন্দ করে থাকেন। সত্যি কথা বলতে বিভিন্ন ডিজাইনার শাখা দেখতেও খুবই দারুণ লাগে। যেহেতু বিয়ের সিজন চলছে তাই আজ আমরা নিয়ে চলে এসেছি লেটেস্ট ডিজাইনের কিছু শাখা বাধানোর কালেকশন। এগুলো যেমন আপনারা রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারবেন তেমন ভাবেই অকেশন পারপাসও কিন্তু নিতে পারবেন। চলুন ডিজাইন গুলো দেখে নেওয়া যাক।




১)প্রতিবেদনের শুরুতেই যে শাখা বাধানোর ডিজাইন টা দেখাচ্ছি সেটা ফ্লাওয়ার মোটিভের উপর একেবারে সিম্পল ডিজাইনে তৈরি করা হয়েছে।১০,৮০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
২) এবার যে শাখা বাধানো টি আপনারা দেখছেন সেটা সরু পাতের মধ্যে বসিয়ে তৈরি করা হয়েছে। ১২ হাজার টাকার আশেপাশে এই কালেকশন টার দাম পড়বে।
৩) এবার যে ডিজাইন টা দেখছেন সেটা তো অল্টারনেটিভ ভাবে পাত আর বিভিন্ন ধরনের নকশায় কাজ করা রয়েছে। ১৮০০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়তে চলেছে।




৪) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা চ্যানেল শাখার উপরে সলিড পলিশের কাজ করে তৈরি করা হয়েছে। দুর্দান্ত এই শাঁখা বাঁধানোটির দাম পড়বে ১৮৭০০ টাকা।
৫) এবার যে ডিজাইনটা আমাদের প্রতিবেদনের ৫ নম্বরে আপনাদের দেখাতে চলেছি সেটা সম্পূর্ণ পাতের উপরে তৈরি করা হয়েছে। রেগুলার ইউজের জন্য এই ধরনের ডিজাইন একদম আদর্শ।২৬ হাজার টাকা এটার আনুমানিক দাম পড়বে।




৬) সরু পাতের উপর রেগুলার ইউজ এর শাখা বাধানো নিতে চাইলে এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন।২০,৭০০ টাকার মধ্যে এই ধরনের ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন।
৭) একটু বেশি হেভি ডিজাইনার শাখা নিতে চাইলে পাতের পাশাপাশি ফ্লাওয়ার মোটিভ আর কলকার নকশা করা এই কালেকশনটা ট্রাই করে দেখতে পারেন।২৮,৭০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
৮) সলিড পলিশের উপর আরো একটা পাতের শাখার কালেকশন আপনারা দেখতে চলেছেন। ৩০ হাজার ৬৪০ টাকা এই কালেকশনটার আজকের আনুমানিক দাম।




৯) সোনার বিভিন্ন ডিজাইনের সাথে যদি মিনাকারি কাজ পছন্দ করে থাকেন তাহলে এই শাখা বাধানো টা ট্রাই করে দেখতে পারেন। এই ডিজাইনটার দাম পড়বে ২৭৫০০ টাকা।
১০) একটু চওড়া ডিজাইনের মধ্যে পাত, কলকা এবং হার্ট সেপে কাজ করা শাখা বাধানো আপনারা নিতে পারেন। ৩২ হাজার টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।




১১) সলিড পলিশের সাথে কাটিং পিস এর কাজ করা এই শাখা বাধানো টাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে কোন oction এর জন্যই কিন্তু এই ধরনের ডিজাইন খুব ভালো। মোটামুটি সাত গ্রামের মধ্যেই এটা আপনারা পেয়ে যাবেন যার দাম পড়বে, ৩৬ হাজার টাকা।
১২) একটু চওড়া পাতের মধ্যে শাখা নিতে চাইলে আপনারা অবশ্যই ম্যাট ফিনিশিং আর ঝিলে কাটার কম্বিনেশনের তৈরি এটা ট্রাই করে দেখতে পারেন। ২৪ হাজার টাকা এটা আনুমানিক দাম পড়বে।
Maaa manasa jewellers.
127,Feeder road.
Belghoria, kolkata
West Bengal – 700056.
Contact – 9883566741.











