কলকাতার খুব কাছেই দারুণ লোকেশনে জলের দামে কিনুন জমি, না দেখলে মিস করবেন সুযোগ









নিজস্ব প্রতিবেদন: নিজেদের বসত বাটি অথবা স্বপ্নের প্রজেক্ট সবকিছু শুরু করার জন্যই কিন্তু একটা ভালো লোকেশনে জমির প্রয়োজন। জমি না হলে কখনোই কিন্তু আপনারা কোন কাজ করতে পারবেন না। আসলে মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান সময়ে জমি খুঁজে পাওয়াটা কিন্তু একেবারে দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর জমি পেয়ে গেলেও সেটা কিন্তু কোনভাবেই আমাদের বাজেটের মধ্যে থাকে না।
ঠিক সেই কারণেই মধ্যবিত্ত সাধারণ মানুষকে শেষমেষ পিছিয়ে আসতে হয় । তবে পাঠকদের সুবিধার্থে আমরা এর আগেও প্রায় সময় বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি জমির খোঁজ নিয়ে চলে এসেছি। আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা এমনই একটি জমি সম্পর্কে আপনাদের জানাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।




আজ আমরা যে জমিটি সম্পর্কে আপনাদের বলব তার পরিমাণ হলো আড়াই কাঠা। জমিটির চারপাশে কিন্তু বাউন্ডারি দেওয়া রয়েছে। আমাদের আজকের লোকেশন হল উচ্ছেপোতা,যার পোস্ট অফিস হলো নরেন্দ্রপুর। এটা কিন্তু পঞ্চায়েত এরিয়া। জমির লাগোয়া একটি বারো ফুটের রাস্তা পেয়ে যাবেন আপনারা।




যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি সেক্ষেত্রে এই জায়গাটি থেকে মাত্র 10 মিনিটে দূরত্বের মধ্যেই রয়েছে উচ্ছেপোতা অটো স্ট্যান্ড। অন্যদিকে আনন্দপুর বাস স্টপ রয়েছে এই জায়গা থেকে মাত্র দুই কিলোমিটারের দূরত্বে। পাশাপাশি তিন কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন রুবি বাসস্টপ।
জমিটির আশেপাশে বেশ ভালোভাবেই বাড়িঘর তৈরি করা রয়েছে সুতরাং আপনারাও কিন্তু আজ জমি কিনে কাল থেকেই কাজ শুরু করে দিতে পারবেন। সুন্দর লোকেশনে এর থেকে ভালো জমি আপনারা আর কিন্তু পাবেন না।জমিটির দামও খুব কম রাখা হয়েছে। মধ্যবিত্ত সাধারণ মানুষ খুব সহজেই কিন্তু এটা কিনতে পারেন। যদি আপনারা জমিটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নিতে পারেন। আশা করছি এতে আপনাদের অনেকটাই সুরাহা হবে।
For buy contact : 9064119726.











