কলকাতার বুকেই প্রপার লোকেশনে জলের দামে কিনুন জমি! না দেখলে আপনার লস









নিজস্ব প্রতিবেদন : কমবেশি সকল মানুষই কিন্তু চেষ্টা করে থাকেন একটা ভালো লোকেশনের মধ্যে বাজেট ফ্রেন্ডলি বাড়ি তৈরি করার। তবে অনেক ক্ষেত্রেই বিভিন্ন বাধা-বিপত্তির কারণে মানুষের এই স্বপ্ন সফল হয়ে ওঠে না। বিশেষ করেই লোকেশন ভালো পাওয়া গেলেও অনেক সময় কিন্তু দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়।
আবার দাম ভালো অবস্থাতে থাকলেও হয়তো আশেপাশের পরিবেশ আমাদের মনের মতন হয় না। তবে পাঠকদের এই অসুবিধা দূর করতে এর আগেও আমরা বেশ কিছু সুগন্ধবস্ত করেছি নানান ধরনের জমি আর বাড়ির খোঁজ দিয়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা আপনাদের সাথে এমনই একটি জমি বিক্রির বিজ্ঞাপন শেয়ার করে নেব।




আজ যে জমিটির কথা বলব সেটা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি হলো একটি ১০ কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। জমির আশেপাশে বাড়িঘর থেকে শুরু করে ইলেকট্রিকের সুবিধা সবকিছুই আপনারা পেয়ে যাবেন। খুব সহজেই আজ জমি কিনে কাল থেকে এখানে আপনারা বাড়ির কাজ শুরু করে দিতে পারেন।
উল্লেখ্য এই জমি থেকে কবি নজরুল মেট্রো স্টেশন যেমন ৩ কিলোমিটার দূরত্বে, তেমনভাবেই গড়িয়া রেলওয়ে স্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৬ কিলোমিটারের মধ্যে। হাতের নাগালের মধ্যে বাজার, ব্যাংক, এটিএম, স্কুল থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন। প্রতি কাঠায় জমির দাম নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ টাকা। যদি আপনারা জমিটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আর সময় নষ্ট না করে দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন।
Mobile: 9073145145.











