পোড়া প্রেসার কুকারের কালো জেদি দাগ নিমেষেই হবে ভ্যানিশ! শুধু ট্রাই করুন একটি মাত্র ঘরোয়া জিনিস









নিজস্ব প্রতিবেদন: অসাবধানতার কারণে প্রায় সময় কিন্তু প্রেসার কুকারে খাবার পুড়ে গিয়ে থাকে।যার ফলস্বরূপ খাবারের স্বাদই নষ্ট হয় না, কুকারও কালো হয়ে যায়। অনেক সময় বহু চেষ্টার পরও আমরা কুকার আগের মতো উজ্জ্বল করতে পারি না। তবে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন কিছু পদ্ধতি আপনাদের জানাবো যার সাহায্যে খুব সহজেই কিন্তু প্রেসার কুকার একেবারে ঝকঝকে পরিষ্কার করে তোলা যাবে।।চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের এই প্রতিবেদনটি শুরু করা যাক।
১) লবণ এবং তেল ব্যবহার করে পরিষ্কার:
লবণ আর তেলের ব্যবহার করে আপনারা খুব সহজেই কিন্তু কুকার পরিষ্কার করার কাজ করতে পারেন। তার জন্য প্রথমেই আপনাকে একটা বাটি নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে টেবিল চামচ নারকেল তেল এবং ২ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটিকে কুকারে ঢেলে চামচের সাহায্যে মুছে নিন। পরিষ্কার করতে আপনারা কিন্তু খুব সহজেই পাথরের টুকরো ব্যবহার করতে পারেন।




একটা স্ক্রাব নিয়ে তাতে সামান্য ডিসওয়াশ ব্যবহার করে সব শেষে এটাকে একটু ঘষে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে সাধারণ জলে ধুয়ে ফেলুন। দেখবেন কুকার একেবারে নতুনের মত পরিষ্কার হয়ে গিয়েছে।




২) ভুট্টার আটা এবং লবণ ব্যবহার করে পরিষ্কার:
ভুট্টার আঠা অর্থাৎ কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু প্রেসার কুকারের পোড়া দাগ পরিষ্কার করে ফেলতে পারেন। তার জন্য কুকারের মধ্যে কিছুটা অংশ জল দিয়ে ভরাট করে ফেলুন। এর মধ্যে চার চামচ কনফ্লাওয়ার দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিন। তারপর সব শেষে লবণ আর ডিসওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব সহজেই পোড়া খাবারের দাগ কিন্তু কুকার থেকে সরে যাবে আর কোনো রকম সমস্যাও হবে না।
৩) কোক এবং লবণ ব্যবহার করে পরিষ্কার
এই পদ্ধতি কিন্তু ভীষণ রকমের সোজা। কুকারের মধ্যে এক বোতল কোক আর কিছুটা পরিমাণ লবণ যোগ করে দিন। ভালোভাবে মিশিয়ে এটাকে পাঁচ মিনিট সময় পর্যন্ত রাখতে হবে। কিছুক্ষণ স্ক্রাব করে নিলেই কিন্তু দেখবেন সমস্ত পোড়া দাগ নিমেষেই উঠে চলে যাচ্ছে। এই পদ্ধতিতে আপনাকে বিশেষ কোনো খাটনিও করতে হবে না।











