কড়াইয়ের পোড়া কালো জেদি দাগ নিমেষেই হবে দূর! শুধুমাত্র ব্যবহার করুন এই সহজ ঘরোয়া ট্রিকস









নিজস্ব প্রতিবেদন: রান্না করার পরে কড়াই কালো হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই বহুদিন ধরে রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো নানান ধরনের নামিদামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে থাকেন এই কালো দাগ দূর করার জন্য। তবে তাতে খুব একটা লাভ কিন্তু হয় না।
লক্ষ্য করে দেখবেন বহুক্ষণ ঘষামাজা করার পরেও কিন্তু কড়াইয়ের কালো দাগ একই রকম থেকে যায়। কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি উপায় শেয়ার করে দেবো যেখানে খুব সহজেই কিন্তু আপনারা এই কড়াইয়ের কালো দাগ অল্প কিছু সময়ের মধ্যেই দূর করে ফেলতে পারবেন।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।




কড়াই এর এই কালো দাগ দূর করার জন্য আপনাদের কিছুটা পরিমাণে ডিশ ওয়াশিং পাউডার, পীতাম্বরী পাউডার নিয়ে নিতে হবে। এবার দুটো উপকরণ কে একসাথে করে ভালোভাবে কিছুক্ষণ স্যান্ড পেপার বা স্ক্রাবার দিয়ে কড়াই ঘষে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ ভালোভাবে ঘষে নেওয়ার পর হালকা জল ছিটিয়ে আপনাদের এবার আরো একটু পীতাম্বরী পাউডারের সাথে লেবুর রস যোগ করে দিতে হবে। এই দুটো উপকরণ একত্রে ব্যবহার করলে কিন্তু খুব সহজেই সমস্ত দাগ উঠে যাবে। তবে বেশ কিছুক্ষণ আপনাদের ঘষার কাজটা করতে হবে যাতে প্রথমে ময়লা আস্তরণ পাতলা হয়ে যায়।।
কিছুক্ষণ স্ক্রাবিং করে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন ময়লা সম্পূর্ণ উঠে গিয়েছে তখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু করাই একেবারে নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখলে বুঝতেই পারবেন না এটাকে আগে কখনো ব্যবহার করা হয়েছিল। এই পদ্ধতিতে স্টিল থেকে শুরু করে অ্যালুমিনিয়াম সবকিছুই কিন্তু খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন।। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের টিপস পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।











