আপনার এলাকায় আপনিই হবেন প্রথম! খুবই অল্প পুঁজিতে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, মাসে আয় হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি দুর্দান্ত ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন অথচ হাতে পর্যাপ্ত পুঁজি নেই? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব এমন একটি ব্যবসার আইডিয়া যার বর্তমান বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলা যায়। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক।

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব সয়া পনিরের ব্যবসার কথা। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের তিনটে মেশিন প্রয়োজন হবে যেটা খুব স্বল্প খরচেই আপনারা পেয়ে যাবেন। প্রথম মেশিনটি হলো একটি গ্রাইন্ডার মেশিন, দ্বিতীয় মেশিনটি হল মিক্সার মেশিন এবং তৃতীয় টি হল স্টিমার মেশিন। প্রথম মেশিনের সাহায্যে আপনাদের সয়াবিন গ্রাইন্ড করে এর ভেতরের অংশ থেকে ভালোভাবে দুধ বের করে নিতে হবে।

কিভাবে কাজটি করবেন তা জানার জন্য প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। সয়াবিনের দুধ বের করে নেবার পর এটিকে স্টিমারের সাহায্যে প্রথমে স্টিম করে নিতে হবে তারপর কেটে গেলে এটা থেকে পনির তৈরি করে নিতে হবে। মোটামুটি এই প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় ৯ টাকার কাছাকাছি। অন্যদিকে এটা আপনারা প্রায় ১৫০ টাকা অথবা তারও বেশি দামে সহজেই বিক্রি করতে পারবেন।

এই ব্যবসা শুরু করতে গেলে কিন্তু আপনাদের খুব বেশি মূলধনের প্রয়োজন নেই। ইন্ডিয়ামার্টের মতন অনলাইন প্লাটফর্ম গুলি তে খুব সহজেই আপনারা মেশিন খুঁজলে পেয়ে যাবেন এবং যা দিয়ে সহজেই ব্যবসা শুরু করতে পারবেন। কেমন লাগলো আজকের এই বিশেষ পরিকল্পনা তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Back to top button