আপনার এলাকায় আপনিই হবেন প্রথম! খুবই অল্প পুঁজিতে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, মাসে আয় হবে প্রচুর









নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল মানুষের কাছে এমন একটা প্লাটফর্ম যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।লকডাউনের পর থেকেই দেশে মানুষের আর্থিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষের কাছে কিন্তু ব্যবসা ছাড়া আর দ্বিতীয় কোন বিকল্প নেই বলাই যায়।।
আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়া আমরা শেয়ার করে নেব। এই ব্যবসাটিতে খুব সহজেই কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্র প্রস্তুত করে লাভবান হতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।




আজ আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব কাগজের কাপের ব্যবসার কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কাগজের কাপের ব্যবসা কতটা জনপ্রিয় তা হয়তো আপনারা সকলেই জানেন। বেশিরভাগক্ষেত্রেই কিন্তু মানুষ আজকাল প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজের জিনিস ব্যবহার করছেন।
যেহেতু এগুলো একেবারে স্বল্প খরচে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাই ব্যবসা করার জন্য আপনাদের কিন্তু একটুও চিন্তা করতে হবে না। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কাগজের কাপ তৈরীর এই ব্যবসাটি কিন্তু খুবই লাভজনক বিজনেস বলা যেতে পারে। বিজনেস শুরু করার জন্য আপনাদের প্রয়োজন হবে মেশিন এবং কাঁচামাল। প্রয়োজনে আপনারা আগেভাগেই একটি ট্রেড লাইসেন্স বানিয়ে রাখতে পারেন যাতে কোন সমস্যা পরবর্তীতে না হয়।




কাগজের কাপ তৈরি করতে গেলে যে মেশিনটা ব্যবহার করা হয় এবার তার প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সাধারণত দু’রকমের মেশিন হয়ে থাকে ম্যানুয়াল মেশিন এবং হাই স্পিড মেশিন। যদি আপনি ম্যানুয়াল স্পিড মেশিন নেন তাহলে ঘন্টায় তিন হাজার এবং যদি হাই স্পিড মেশিন নেন সে ক্ষেত্রে ঘন্টায় সাড়ে চার হাজারের বেশি কাপ তৈরি হবে।
যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চান সে ক্ষেত্রে হাই স্পিড মেশিন নিলে সাড়ে আট লক্ষ টাকা এবং ম্যানুয়াল স্পিড মেশিন নিলে কিন্তু সাড়ে ছয় লক্ষ টাকার কাছাকাছি আপনার খরচ পড়ে যাবে। অতএব শুরুতেই বুঝতে পারছেন যে বিনিয়োগ আপনাকে একটু করতেই হবে।। সঠিকভাবে ব্যবসা দাঁড়িয়ে গেলে এই বিনিয়োগের ফল কিন্তু একেবারেই বৃথা যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রেই নতুন মেশিনে এক বছর এবং সেকেন্ড হ্যান্ড মেশিনের ক্ষেত্রে কিন্তু ছমাসের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে।




তবে যদি আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কিনতে পারেন তাহলে মার্কেটিং সাপোর্ট আর মেশিনের প্রশিক্ষণ কিন্তু একসাথেই পেয়ে যাবেন। যেটা আপনাকে অনেক অংশে সাহায্য করবে। যদি ঘন্টায় আপনি তিন হাজার কাপ উৎপাদন করতে পারেন এবং মেশিন কুড়ি ঘন্টা চলে সেক্ষেত্রে মাস গেলে আপনি মোটামুটি ৭৫ থেকে ৮০ হাজার টাকা এই ব্যবসা থেকে কিন্তু খুব সহজেই রোজগার করতে পারবেন।।
মেশিন কেনার সুযোগ্য ঠিকানা:
সর্বদা আপনারা চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কেনার। কারণ এতে কিন্তু আপনাদের অনেক রকমের সাহায্য পেতে সহজ হবে। এই ব্যবসা শুরু করতে চাইলে মেশিন কেনার জন্য নিচের দেওয়া যোগাযোগ নম্বরে ফোন করতে পারেন।
স্বর্ণাভ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড
সিমলি,কালিতলা
শ্রীরামপুর, হুগলি
যোগাযোগ করার নম্বর: 9875449572











