গাছের গোড়ায় এইভাবে প্রয়োগ করে দেখুন ইনো, ফলাফল দেখলে অবাক হয়ে যাবেন









নিজস্ব প্রতিবেদন: কমবেশি আপনাদের অনেকের বাড়িতেই হয়তো বাগান রয়েছে। যাদের বাড়িতে আজকাল খোলামেলা জায়গা নেই তারাও কিন্তু টবের মাধ্যমে ছাদে অথবা ব্যালকানিতে বাগান করে থাকেন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিনিয়ত গাছের যত্ন করাটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন।
কারণ বাগানে থাকা গাছের যদি আপনি সঠিক ভাবে যত্ন না করেন তাহলে কখনোই সেগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে না বা আপনাকে ফল দেবে না। তবে নিয়মিত কীটনাশক বা অন্যান্য কোন রাসায়নিক উপকরণের প্রয়োগ না করেও কিন্তু এমন কিছু উপায় রয়েছে যার সাহায্যে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে গাছকে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বা আক্রমণ থেকে রক্ষা করা যেতে পারে।




এই প্রসঙ্গে আজ আমরা বলব ইনোর কথা। গ্যাস বা অম্বলের সমস্যায় এই ইনো কতটা ভালো কাজ করে তা আপনারা সকলেই জানেন। তবে গাছের অনেক সমস্যা যেমন লঙ্কা গাছে কোনো চোষোক পোকার আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যাওয়া,লেবু গাছে ল্যাদা পোকার আক্রমণে লেবুর ফলন কম হয়ে যাওয়া অথবা কোনো গাছে মিলিবাগ পোকার আক্রমণ এই সবকিছু থেকেও কিন্তু গাছকে ইনো রক্ষা করতে পারে। এবার স্বাভাবিকভাবেই আপনাদের মনে হয়তো এর প্রয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন আসছে! সেটাও আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করে দেব।




গাছে ইনো প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমেই ১ লিটার জলে এক চামচ সরিষার তেল,এক চামচ স্যাভলন হ্যান্ডওয়াশ ও ইনো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে। তারপর এটার মধ্যে আরো কিছুটা পরিমাণ জল যোগ করে মিশিয়ে নেবেন।
একটি স্প্রে বোতলে ১ লিটার জলের মধ্যে মিশ্রণটিকে দিয়ে ভালোভাবে জলের সাথে মিশ্রণটিকে মিশিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেল যে সমস্ত গাছে উপরিউক্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেখানে এক দুদিন অন্তর অন্তর ভালোভাবে স্প্রে করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে স্প্রের কাজ করার। কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা ফলাফল দেখতে পাবেন।











