আচমকাই হলেন গুরুতর অসুস্থ ,খবর পেতেই অম্বরীশ ভট্টাচার্যকে নিয়ে চিন্তায় অনুরাগীরা

নিজস্ব প্রতিবেদন:  বাংলা টেলিভিশন জগতের একজন অত্যন্ত উজ্জ্বল প্রতিভা তথা অভিনেতা হলেন অম্বরিশ ভট্টাচার্য। এক দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।। জনপ্রিয় এই সমস্ত ধারাবাহিক দেখে রীতিমতন তার অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। ‘রাজা গজা’ থেকে শুরু করে ‘খড়কুটো’ হয়ে ‘গুড্ডি’, ‘বালিঝড়’- সব ধারাবাহিকেই তার অভিনয় ছিল একেবারে নজরকারা। তবে বিগত বেশ কিছুদিন আগেই তার অসুস্থতার খবরে রীতিমতন চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। নিশ্চয়ই আপনারাও জানতে আগ্রহী এমন কি হয়েছে অভিনেতার!

প্রসঙ্গত উল্লেখ্য, আচমকাই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। এমনকি এতটাই অসুস্থ হয়েছেন তিনি যে শুটিং পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে,প্রচণ্ড জ্বর (Fever) এসেছে অভিনেতার। সেই সঙ্গে সারা শরীরে রয়েছে অসহ্য যন্ত্রণা। জ্বর প্রচণ্ড বেশি হওয়ার কারণে অম্বরীশের শরীরও প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। আপাতত তাকে চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন তাই অভিনয় স্থগিত রাখা ছাড়া অন্য কোন উপায় নেই।।

অম্বরীশ এমন একজন অভিনেতা যিনি খুব বেছে চরিত্র নির্বাচন করেন। সেই জন্যই তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্রই দর্শকমনে থেকে গিয়েছে, সময়ের সঙ্গে মুছে যায়নি। ‘খড়কুটো’র পটকা থেকে শুরু করে ‘গুড্ডি’র দোদুল হয়ে ‘বালিঝড়’এর ছোটকা- অম্বরীশ অভিনীত প্রত্যেকটি চরিত্রই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। এমতাবস্থায় দাঁড়িয়ে তার এই অসুস্থতার খবর দর্শকমহলে বেশ চিন্তার সৃষ্টি করবে তাতে কোন সন্দেহ নেই। যদি আপনাদেরও এই অভিনেতাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই প্রসঙ্গে নিজেদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Back to top button