পার্টিতে গিয়ে মজা করলেন শ্যামা ও নিখিল, দেখুন ত্রিয়াশার ইন্সট্রাগ্রাম ভিডিও!









নিজস্ব প্রতিবেদন :-বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক কৃষ্ণকলি । কৃষ্ণকলি তে শ্যামার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তিয়াস রায় কে । বাস্তব জীবনে কিন্তু অতটা শ্যামবর্ণ নয় যতটা ধারাবাহিকে দেখানো হয় তবে হঠাৎ করেই নেটিজেনদের দেখা যাচ্ছে শ্যাম বর্ণ মানুষদের কটাক্ষ করতে । যেমন আমরা দেখেছি শ্রুতি দাস কে কটাক্ষ শিকার হতে প্রতিনিয়ত । কিন্তু শ্যামা কে এখানে ইচ্ছাকৃতভাবে ছবির শুটিং করার জন্য শ্যাম বর্ণ করা হয় ।। এবং সে আমার বয়স মাত্র ২১ বছর।




এই ২১ বছর বয়সে তিনি ফুটিয়ে তুলেছেন একজন সুন্দর বয়স্ক নারীর চরিত্র কে । সে তার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় নীল ভট্টাচার্য কে নিখিলের চরিত্রে অভিনয় করতে । কিন্তু অনস্ক্রিনে এদের কেমিস্ট্রি যেমনই হোক না কেন অফ স্ক্রিনে কিন্তু এরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে অর্থাৎ একটি ধারাবাহিকে কখনো খলনায়ক চরিত্রে অভিনয় করে কেউ কেউ আবার নায়কের চরিত্রে অভিনয় করে কিন্তু অফস্ক্রিন এদের খুনসুটি এবং মজার ভিডিও গুলি বা বন্ধন দেখলে মনে হবে যে তারা একটি পরিবারের অংশ । এই চিত্র ফুটে উঠল সে আমার টিকটকের ভিডিওর মাধ্যমে ।




সম্প্রতি নানান ধরনের ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে তার ইনস্টাগ্রামে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে । সেখানে আমাকে বিভিন্ন ধরনের ভিডিও করতে দেখা যায় তবে সিনেমার শুটিং এর বাইরে তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ এ সময় কাটায় । এমনটা অনুমান করতে পারেন এবং সেখানে নিখিল এবং শ্যামার বিশেষ কয়েকটি ভিডিও প্রকাশ্যে উঠে এসেছে যেগুলি থেকে শুরু হয়েছে জল্পনা । টলিপাড়া এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে নিখিলের সাথে শ্যামার এই ধরনের কেমিস্ট্রির ফলে তার বাস্তব জীবনে সমস্যা দেখা দিচ্ছে ।যদিও তিয়াসা রায় অর্থাৎ শ্যামা প্রসঙ্গ সম্পূর্ণ রকম ভাবে উড়িয়ে দিয়েছেন ।











