মাটির দেওয়াল সরাতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো বিশালাকার কিং কোবরা, ঘটলো বড়ো বিপত্তি, চরম ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা নানান ধরনের দৃশ্যের সম্মুখীন হয়ে থাকি যা আমাদেরকে অবাক করে রেখে দেয়। একটা সময় পর্যন্ত শুধুমাত্র নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমাবদ্ধ ছিল। তবে এখন স্মার্টফোনের সহজলভ্যতা এবং বিভিন্ন ইন্টারনেট কোম্পানিগুলির দুর্দান্ত অফারের কারণে আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়ার বাসিন্দা।

ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত হাতে যেন স্মার্ট ফোনে থাকা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের চোখ না রাখলে মানুষের চলেই না। বলতে গেলে এই সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের সঙ্গে রীতিমতো ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।

যে কোন জীবজন্তু সংক্রান্ত দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি তেমনভাবেই ভাইরাল একটি সাপ সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটি বেশ কয়েক মাস আগে শেয়ার করা হয়েছে তবে দেখলে আপনারা নিশ্চিন্তে এখনো অবাক হবেন।

ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের জৌনপুর নামের এক গ্রামে এক ব্যক্তির রান্নাঘরে চুলার নিচ থেকে বেরিয়ে এসেছে বিষধর কিং কোবরা সাপ। জানা যায় দেয়ালের থাকা একটি ফাটলের মধ্যে পরবর্তীতে ওই সাপটি ঢুকে গিয়েছে। গোটা ঘটনায় গ্রামবাসী এবং বাড়ির সকল সদস্যরাই ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলেন। কমবেশি আপনারা সকলেই কিন্তু জানেন কোবরা সাপ ঠিক কতটা ভয়াবহ আর বিষধর।

শেষমেষ এই সাপটিকে তাড়ানোর জন্য একজন সর্পরক্ষক যুবককে ডেকে নিয়ে আসতে বাধ্য হন তারা। কম-বেশি আপনারা সকলেই এই যুবককে চেনেন যার নাম হলো মুরলীওয়ালে হৌসলা। এই ভিডিওটি এই সর্পরক্ষক যুবক নিজের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নিয়েছেন যা এখনো পর্যন্ত প্রায় 23 মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন।

ভিডিওটিকে পছন্দ করেছেন 2 লক্ষ 79 হাজার মানুষ। যেভাবে তিনি রান্নাঘরের মাটির দেওয়াল ঘুরে ওই বিষধর কোবরা সাপটিকে কায়দা করে উদ্ধার করে নিয়ে আসেন তা নিঃসন্দেহে প্রশংসারযোগ্য। এই সাপের বিষ মুহূর্তের মধ্যেই কোন মানুষকে বা পূর্ণবয়স্ক জন্তুকে মেরে ফেলতে পারে। এই ধরনের বিষধর সাপ কাবু করা কিন্তু সহজ ব্যাপার নয়। ওই যুবক অত্যন্ত দক্ষতা সহকারে সেটাই করে দেখিয়েছেন। কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।

Back to top button