খোলা রাস্তায় বসেছিল একটা ব্যাঙ! পিছন থেকে আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়লো বিরাট আকৃতির সাপ, চরম ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আশেপাশে এমন বহু জিনিস ভাইরাল হয়ে ওঠে যেগুলো আমাদেরকে অবাক করে রেখে দেয়। বিশেষ করে বিভিন্ন বন্য জীবজন্তুর ভিডিও ভাইরাল হয় যা হয়তো কখনোই খালি চোখে আমরা দেখতে পারি না। বিগত বেশ কিছু সময় ধরেই তাই এই নেট মাধ্যম আমাদের কাছে একটি অত্যন্ত আশ্চর্যকর জগতে পরিণত হয়ে গিয়েছে।

আট থেকে আশি সকলেই এখন এই প্লাটফর্মের বাসিন্দা। সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত এক ঝলক জানেও সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের চোখ না রাখলে আমাদের চলে না। কোন একদিন যদি এর জন্য সময় না পাওয়া যায় তাহলে দেখবেন মন অস্থির লাগতে থাকে। সত্যি কথা বলতে গেলে এখন আর অভ্যাস নয় সোশ্যাল মিডিয়া মানুষের আসক্তিতে পরিণত হয়ে গিয়েছে।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্যই শেয়ার করে নিতে চলেছে এমন একটি ভিডিও সংক্রান্ত তথ্য যা জানতে পারলে কমবেশি সকলেই অবাক হবেন। এরকম কোন দৃশ্য যে ক্যামেরাবন্দি হতে পারে তা হয়তো কম বেশি সকলেরই ধারনার বাইরে।

দিন কয়েক আগেই নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে উঠে এসেছে যেখানে খোলা রাস্তার উপরেই একটি বিশাল আকৃতির ব্যাঙকে যেতে দেখা যাচ্ছে।। আচমকাই এই ব্যাঙটির পেছন দিক থেকে একেবারে দ্রুত গতিতে এগিয়ে আসে একটি বড় সাইজের কোবরা সাপ।

বেশ কয়েকবার এই ব্যাঙটিকে ধরার চেষ্টা করে সাপটি যদিও শেষ পর্যন্ত কোন রকম ভাবেই সফল হয়নি সে।কমবেশি আপনারা সকলেই জানেন বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী বিভিন্ন ছোটখাট প্রাণীদের বড় প্রাণী বা মাংসাশী প্রাণীরা খেয়ে থাকে। এখানেও তেমনি একটি ঘটনা ঘটতে যাচ্ছিল। কমবেশি এই সাপের শিকার ধরার বিষয়টি আমরা সকলে জানলেও চট করে এটা কিন্তু খালি চোখে দেখা যায় না।

একমাত্র সোশ্যাল মিডিয়ার কারণেই এই সমস্ত অসাধারণ ঘটনার আমরা সাক্ষী থাকতে পারি। দিন শেষে তাই আমাদের একবার হলেও সোশ্যাল মিডিয়াকে কুর্নিশ জানানো উচিত। শুধুমাত্র এই ভিডিওটি নয় এর আগেও বেশ কিছু সাপ আর বেজির লড়াইয়ের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে।

আজকের এই ভিডিওটিও বহু মানুষ দেখেছেন আর পছন্দ করেছেন। এখনো পর্যন্ত প্রায় 2.1 মিলিয়ন মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারাও হাতের সময় নিয়ে কিন্তু এই দুর্দান্ত হাড়হিম করা ভিডিওটা দেখে নিতে ভুলবেন না।

Back to top button